সিরাজগঞ্জে ক্যাপসিকাম চাষে সাফল্য
১৩ অক্টোবর, ২০২৫ ১১:০০ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে ক্যাপসিকাম চাষে সাফল্য

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-০২-২০২১ ১২:৪৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ক্যাপসিকাম চাষে সাফল্য

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর ব্রাক্ষ্মণগাঁতী গ্রামে চাষ করা হচ্ছে প্রচুর ভিটামিন এবং দামী সবজি নামে পরিচিত ক্যাপসিকাম। প্রায় পাঁচ বিঘা জমি লীজ নিয়ে দুই তরুন যুবক মামুন এবং নেহালের চেষ্টায় উৎপাদন হচ্ছে এই ক্যাপসিকাম। আপাতত সবুজ রঙের ক্যাপসিকাম চাষ হলেও ভবিষ্যতে লাল এবং হলুদ রঙের ক্যাপসিকাম চাষ করার পরিকল্পনা রয়েছে এই তরুন উদ্যোক্তাদের। গতকাল ৪ঠা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার জনাব রুস্তম আলী সরেজমিনে এই চাষাবাদ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের ক্যাপসিকাম চাষ দেখে মুগ্ধ হন। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস থেকে যেকোন ধরনের সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এই কৃষি অফিসার। প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকামের ফলন হয়েছে। মামুন ও নেহালের সাফল্য দেখে এখন অনেক বেকার ও তরুন যুবক এ ধরণের চাষাবাদে এগিয়ে আসছেন বলে জানা গেছে।

 


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-০২-২০২১ ১২:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 609 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com