শাহজাদপুরে ১৪ কেজির ওজনের আইর বিক্রি হলো ২১ হাজার ৫ শত টাকায়
২৬ অক্টোবর, ২০২৫ ০৪:৫২ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ১৪ কেজির ওজনের আইর বিক্রি হলো ২১ হাজার ৫ শত টাকায়

দিলীপ গৌর
২৭-০১-২০২১ ০৭:৪০ অপরাহ্ন
শাহজাদপুরে ১৪ কেজির ওজনের আইর বিক্রি হলো ২১ হাজার ৫ শত টাকায়

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে যমুনার জেলেদের জালে আটকে পড়া বিভিন্ন ধরনের মাছ শাহজাদপুরে বিক্রি করচ্ছে। মাছের দাম প্রচুর হলেও সাধারণ মানুষ কিনতে না পারলেও মাছ চলে যাচ্ছে মন্ত্রী-এমপিদের বাসায়। এমন কথা জানালেন মৎস্য ব্যবসায়ীরা। আজ ২৭ জানুয়ারী সকালে ‍শাহজাদপুর দ্বারিয়াপুর বাজারে আইর মাছ, কাতল মাছ বাজারে আসলেও ১৪ কেজি ওজনের আইর মাছটি বিক্রি হয় ২১ হাজার ৫ শত টাকায়।

এছাড়াও কাতল বিক্রি হয় ৫ শত থেকে ৬ শত টাকায়। সাধারণ মানুষের এ মাছ কেনার সাধ্য না থাকলেও মাছ চলে যাচ্ছে বড় বড় সরকারি কর্মচারীদের বাড়ীতে। মৎস্য ব্যবসায়ী বাবু ইসলাম জানান, এসব মাছ যমুনা নদী থেকে কিনে আনা হয়। তবে, এসব মাছ অধিকাংশই চলে যাচ্ছে মন্ত্রী-এমপিদের বাসায়।


দিলীপ গৌর ২৭-০১-২০২১ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 624 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com