শিরোনামঃ
![]() ২৪-০১-২০২১ ০৭:১৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে দুইটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫) এবং রাত ৯ টায় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
বাল্যবিয়েগুলো বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। এসময় বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলখোশ আলী প্রামানিক, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com