শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত

দিলীপ গৌর
১৪-০১-২০২১ ০৮:২২ অপরাহ্ন
শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই লটারি অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর ইব্রাহিম মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম)-এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

স্কুলের প্রধান শিক্ষক  কামরুন্নাহার লাকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব মাসুদ হাসান খান, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কাউন্সিলর তৌহিদুর ইসলাম এ্যাপোলো, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।


লটারি অনুষ্ঠানে অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ভর্তি ইচ্ছুক ছাত্রীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠানে আগত অতিথিরা প্রত্যেকেই স্কুলের নতুন ছাত্রীদের বিভিন্ন রকম দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, ভর্তি উচ্ছুক ৪১৬ জন ছাত্রীকে লটারির মাধ্যমে পদ্মা, মেঘনা, যমুনা ও করতোয়া এই চার শাখায় ভাগ্য নির্ধারণ লটারির মাধ্যমে ভর্তি করা হবে। লটারি উপলক্ষে গোটা বিদ্যালয় নতুন সাঁজে সাঁজানো হয়।


দিলীপ গৌর ১৪-০১-২০২১ ০৮:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com