শিরোনামঃ
![]() ০৯-০১-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
দেখতে দেখতে বিচারের দীর্ঘ পথ পেরিয়ে যাচ্ছে আরেকটি বছর। তারপরও চাঞ্চল্যকর চলন্ত বাসে মেধাবী কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় বিচারের বাণী নিভৃতে কাঁদছে।
আর গত তিনটি বছর বিচারের আশায় বুক বেঁধে থাকা রুপার বৃদ্ধ মা হাসনা হেনা মেয়ে হত্যার বিচার তার জীবনদ্দশায় দেখে যেতে পারবেন এমন আশা ছেড়েই দিয়েছেন বলে তিনি জানান।
রুপা হত্যা মামলার বাদী রুপার বড় ভাই হাফিজুর রহমান প্রামানিক তার প্রিয় বোনের হত্যা মামলার দীর্ঘ সুত্রিতা নিয়ে তিনি রীতিমত হতাশা প্রকাশ করেছেন।
তিনি জানান, বিচারের আশায় বিভিন্ন জনের কাছে পরামর্শ নিয়েও কিছুই করতে পারছি না ।
পরিবারের একমাত্র উর্পাজনক্ষম রুপাকে হারিয়ে শোকাহত পরিবারটি নিম্ন আদালতে স্বল্প সময়ে বিচার পেয়ে আশস্ত হয়েছিলেন যে, রুপা হত্যার বিচার দ্রুত শেষ হবে । কিন্তু হাইকোর্টে গত দুই বছর নয় মাস যাবৎ আপিল শুনানি শুরু না হওয়ায় চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা মামলা কবে শেষ হবে তা নিয়ে ওই পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন রীতিমত হতাশ হয়ে পড়েছেন ।
তাড়াশ নাগরিক আন্দোলনের নেতা বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চাঞ্চল্যকর রুপা হত্যা মামলাটি বিচারিক আদালতে আপিল শুনানীতে আটকে আছে দীর্ঘ সময় ধরে। আবার হাইকোর্টে আপিল শুনানী শুরু হলেও মামলার আরও পর্যায় গুলো পেরুতে সময় লাগবে। দুঃখজনক হলেও সত্য দীর্ঘ সময়ে মামলাটির স্থবির অবস্থা আমাদেরকেই ভাবিয়ে তুলছে । আর রুপার পরিবারের সদস্যদের বিচারের দীর্ঘ সুত্রিতায় হতাশা প্রকাশ করবে এটাই স্বাভাবিক।
জানা গেছে, গত দুই বছর নয় মাস মাস যাবৎ হাইকোর্টে ঝুলে আছে রুপা গণধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি।
টাঙ্গাইলে নারী শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, নিম্ন আদালতে রায় ঘোষণার পর আসামিদের মৃত্যুদণ্ড হলে তার নথিপত্র দ্রুততম সময়ে হাইকোর্টে চলে যায়। পরে আপিল হলে তা কার্য তালিকায় আসলে পর্যায়ক্রমে আপিল শুনানী হয়ে থাকে। সে ক্ষেত্রে চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা মামলায় আপিল শুনানী হয়তো এখনো হাইকোর্টের কার্য তালিকায় আসেনি। তাই শুনানিও শুরু হয়নি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
রুপা হত্যা মামলার বাদী রুপার বড় ভাই হাফিজুর রহমান বলেন,গত ৩ বছরেও আমার বোনের হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আর এ বছরও চলে যাচ্ছে। অথচ রুপা হত্যার পরে বিভিন্ন স্তরের নেতারা মামলাটি দ্রুত বিচার আইনে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি আক্ষেপ করে আরো বলেন, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মহোদয় বেঁচে থাকলে হয়তো মামলা সংক্রান্ত বিষয়ে আমাদের সহযোগিতা করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাকে এই প্রযোজনীয় মুহূর্তে অসহায় আমাদের পরিবার আর তাকে পাচ্ছি না ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের মৃত জেলহক প্রাং এর মেয়ে মেধাবী তরুনী রুপাকে চলন্ত বাসে গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে পরিবহণ শ্রমিকরা।
পরে চলন্ত বাসেই তাকে হত্যা পর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় নারী হিসেবে তার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে রুপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরের দিন পত্রিকায় প্রকাশিত ছবি দেখে রুপার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবির ভিত্তিতে ছোট বোন রুপার লাশ শনাক্ত করেন।
২০১৭ সালের ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহ-বগুড়া সড়কের ছোঁয়া পরিবহণের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলা সংক্রান্ত বিষয়ে আরও জানা গেছে, ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইলে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া রুপা হত্যা মামলার রায়ে ৪ আসামির ফাঁসি ও ১ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় ঘোষণা করেন।
এদের মধ্যে ময়মনসিংহের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫)কে ফাঁসি ও সুপারভাইজার সফর আলী (৫৫) কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে আর্থিক জরিমানার আদেশ দেন। এছাড়া ছোঁয়া পরিবহনের ওই বাসটি রুপার পরিবারকে ক্ষতিপূরণের আদেশ প্রদান করা হয়।
২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি সাজাপ্রাপ্ত সকল আসামি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। তারপর চাঞ্চল্যকর ওই মামলায় আপিল শুনানি আজও শুরু হয়নি
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com