কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
১৭ অক্টোবর, ২০২৫ ০৮:২৫ পূর্বাহ্ন

  

কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৬-০১-২০২১ ০৯:২৪ অপরাহ্ন
কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাউলুকূল গ্রামে ৭ম শ্রেনীতে পড়ুয়া ফারজানা নামে এক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কন্যার মা মোছা. কাজুলী (৩৫) কে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এদিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী মোছা. রাশেদা খাতুন (৩০) নামে এক ভূয়া কবিরাজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের লালচান সরকারের ছেলে মো. মোবারক সরকার ( ৪০) কে রাস্তাকাটার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার(৫ জানুয়ারি)৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাল্যবিবাহ দেওয়ার কারণে কন্যার মা'কে জরিমানা করা হয়েছে। এছাড়া ভূয়া কবিরাজ ও অবৈধভাবে সরকারি রাস্তা কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে সবাইকে সর্তক করে দেওয়া হয়েছে।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৬-০১-২০২১ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 529 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com