শিরোনামঃ
![]() ১৯-১১-২০২০ ১০:২০ অপরাহ্ন |
পুঠিয়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২০-২১ অর্থ বছরের প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে সার-বীজ বিতারন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। এ সময় তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকারের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, আ’লীগ নেতা শাহরিয়ার রহিম কনক প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com