উল্লাপাড়ায় শীতল প্লাস খিরা বীজে কৃষকের সর্বনাশ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-১২-২০২০ ০৯:১০ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় শীতল প্লাস খিরা বীজে কৃষকের সর্বনাশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মল্লিকা সীডের শীতল প্লাস এফ-১ নামক খিরা বীজ বপন করে কৃষকরা ব্যপক ক্ষতির সন্মুখিন হয়েছেন। উপজেলার উধুনিয়া,বংকিরাট, বামনগ্রাম এবং বাঙ্গুড়ার আগবহর গ্রামে কৃষকদের অন্তত ৫০ বিঘা জমির খিরা আবাদে এবার লোকসান গুনতে হচ্ছে ।
অধিক লাভবান হওয়ার আশা নিয়ে কৃষকরা ওই বীজে খিরা আবাদ করলেও এবছর বেশিরভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নমানের খিরা বীজের জন্য।
সরেজমিনে বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার বাবুলিদহ গ্রামের কৃষক আব্দুল মোমিনের সাথে কথা হলে তিনি অভিযোগ করেন,লাহিড়ীমোহনপুর বাজারের ভাই ভাই ট্রেডার্স নামক আলমগীর হোসেনের বীজের দোকান থেকে মল্লিকা সীড কোম্পানির শীতল প্লাস এফ-১ খিরা বীজ কিনে ৮৩ শতক জমিতে বপন করেছিলেন। বীজের মান খারাপ হওয়ায় তার জমির খিরা গাছে কোন খিরা ধরেনি। খিরা গাছের পাতা লাল এবং গাছ শুকিয়ে গেছে। যার কারনে এ বছর তিনি এক টাকারও খিরাও বিক্রি করতে পারেনি। তার মতো এই দোকান থেকে কেনা একই বীজে সকল কৃষক সমানভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষকদের আরো অভিযোগ,বীজ দোকানী এবং কোম্পানীর লোক মল্লিকা সীডের শীতল প্লাস এফ-১ নামক খিরা বীজে ভাল ফলন এবং দ্বীগুন লাভের কথা বলে কৃষকরা কাছে বিক্রি করেছিল। এই বীজ যে সকল জমিতে বপন করেছিল, সেসব জমিতে খিরা চারা হওয়ার পরপরই অপুষ্টি ছিলো। খিরা গাছগুলো রুঘ্ন ও চিকন হয়। এজন্য এসব অপুষ্ট খিরা গাছে কোন খিরা ফলেনি।
চলনবিল বেষ্টিত কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষ কৃষি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। বছরের এ সময় অন্য ফসলের সাথে অগ্রীম খিরা চাষাবাদ করে তারা বাড়তি আয় করে। মল্লিকা সীট নামক বীজ কোম্পানির এই বীজে এসব এলাকার কৃষকরা লাভের পরির্বতে এবার সর্বশান্ত হয়ে পরেছে । উপজেলার লাহিড়ীমোহনপুর বাজারের আলমগীর হোসেনের ভাই ভাই ট্রের্ডাস বীজের দোকান থেকে মল্লিকা সীড শীতল প্লাস এফ-১ খিরা যেসব চাষী কিনেছেন। তাদের সবার জমিতে একই সমস্য দেখা দিয়েছে।
এ বিষয়ে বুধবার সন্ধায় মুঠোফোনে জানতে চাইলে মল্লিকা সীড কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল আলিম জানান,তাদের কোম্পানীর বীজে কোন সমস্য নেই। তারা কৃষকদের কাছে ভাল বীজ বিক্রি করেছেন। কৃষকরা জমিতে খিরা গাছ হওয়া মাত্রই অতি মাত্রায় কিটনাশক ব্যবহার করায় খিরা গাছ এমন হয়েছে।
মল্লিকা সীডে খিরা চাষে কৃষকদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকতা সুর্বণা ইয়াসমিন সুমি জানান,তার দপ্তরের স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকতার মাধ্যমে তিনি কৃষকদের ক্ষতিগ্রস্থের বিষয়টি শুনেছেন। কাল সবাল তিনি সহ তার দপ্তরের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করে দেখবেন। যদি ওই বীজে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। তবে বীজ কোম্পানীকে ক্ষতিপূরন দিতে বলা হবে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-১২-২০২০ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 862 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ