৭দিনেও কুড়িয়ে পাওয়া গরুটির মালিক পাওয়া যাচ্ছেনা
২২ অক্টোবর, ২০২৫ ০২:৫৫ পূর্বাহ্ন

  

৭দিনেও কুড়িয়ে পাওয়া গরুটির মালিক পাওয়া যাচ্ছেনা

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-১২-২০২০ ০১:৫৯ অপরাহ্ন
৭দিনেও কুড়িয়ে পাওয়া গরুটির মালিক পাওয়া যাচ্ছেনা

এম এ মাজিদ: কুড়িয়ে পাওয়ার ৭ দিনেও ষার গরুটির মালিকা পাওয়া যাচ্ছেনা। বিক্রির জন্য রাজধানী ঢাকায় অনেকগুলো গরুর সাথে লাল রঙের ষাড় গরুটিও ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এসে ট্রাক থেকে পড়ে যায় ওই ষাড় গরুটি। সবার ধারনা ট্রাকের গতি বেশি থাকায় ও ঘন কুয়াশার কারণে হয়তবা ঐ গরুটি পড়ে গেলেও টের পাননি ট্রাকের চালক বা গরু ব্যবসায়ীরা।

খালকুলা বাজারের ব্যবসায়ী নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের আছান আলীর দুই ছেলে জামিল হোসেন ও কামিল হোসেন বলেন, গত (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধার দিকে গরুটি তাদের সামনে সড়কের উপর পড়ে যায়। পরে তারা বাড়িতে নিয়ে যান গরুটি। এদিকে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া গরুটির মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় “কেউ বলেন আমি আগে পড়ে যেতে দেখেছি, আরেকজন বলেন আমিই আগে দেখেছি” অবশেষে তাদের ঝগড়া-বিবাদ রুখতে পুলিশ গরুটি জব্দ তালিকা মুলে জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মজিবর রহমানের জিম্মায় রেখে দেন। এদিকে ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও গরুটির প্রকৃত মালিক বের না হওয়ায় বিপাকে পড়েছে তাড়াশ থানা পুলিশ। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মো. ফজলে আশিক বলেন, ট্রাক থেকে পড়ে পাওয়া ষাড় গরুটির প্রকৃত মালিকের সন্ধান করার সর্বাত্মক চেষ্টা চলেছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-১২-২০২০ ০১:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com