কামারখন্দে পাকা ধানে লেদা পোকার আক্রমণ ক্ষতির মুখে কৃষক
সিরাজগঞ্জের কামারখন্দে শীষকাটা লেদা পোকার আক্রমণে এবার আধা-পাকা ধান কেটে ঘরে তুলছেন উপজেলার বড়কুড়া গ্রামের কৃষকেরা। ক্ষেতের ধান কাটার উপযুক্ত সময় আরো অন্তত ৭-৮ দিন সামনে থাকলেও শীষকাটা লেদা পোকার আক্রমন থেকে সামান্য রেহাই পেতে আগেভাগেই এলাকার বিস্তির্ণ এলাকা জুরে শত শত বিঘার আধা-পাকা ধান কেটে ঘরে তুলছেন অনেক কৃষক । প্রায় সকল জমিতে সোনালী ধান ঘরে উঠার অপেক্ষা । ঠিক সেই সময় এই পোকা আক্রমণ । সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ক্ষেতের প্রায় ১০ শতাংশ পাকা ধানের শীষ কেটে মাটিতে ফেলেছে এই পোকা । স্থানীয় কৃষক আবু বকর সিদ্দিক জানায়, এবছর আমাদের ফসল অনেক ভাল হয়েছিল, যার ফলে আমরা খুব খুশি ছিলাম । কিন্তু শেষ মূহূর্তে এসে আমাদের এত বড় ক্ষতি মেনে নিতে পারছি না, আর কিছুদিন জমিতে ধান পরে থাকলে শেষ সম্ভলটুকুও হারাবো, তাই ধান পুরোপুরি না পাকলেও কাটতে হচ্ছে । কৃষক ফজলুর রহমান জানায়, আমার নিজের এবং বর্গা দিয়ে প্রায় ১৬ ভিঘা জমি । প্রায় সব গুলো জমিতে এমন পোকার আক্রমন হয়েছে । আমি কৃষি অফিসে পরামর্শ নিতে গেলে তারা আমাকে যে ঔষধ দিতে বলেছে আমি সেই ঔষধ দিয়েও কোন সুফল পাইনি । বড়কুড়া গ্রামের রফিকুল ও আলিম জানায়, এ অবস্থা শুধু আমাদের জমিতেই না পুরো এলাকা জুরেই এই অবস্থা । আমাদের ধান অনেকটাই কেটে ফেলেছে এই পোকা । আমরা সেই ধানগুলো আর তুলতেই পারছি না । আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল । এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এটা হলো শীষ কাটা লেদা পোকা । এ পোকা দিনের তুলনায় রাত্রিতেই বেশী আক্রমন করে । কৃষকরা আমাদের কাছে এসেছিল, কিন্তু আমাদের পরামর্শ অনুযায়ি ঔষুধের সঠিক ব্যবহার না করায় তারা সুফল পায়নি । এই পোকার আক্রমন থেকে বাচতে জৈব পদ্ধতিতে সেচ ব্যবহার করতে হবে । তারপরও আমি আমার অফিসের লোক পাঠিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখছি ।