শিরোনামঃ
![]() ২৯-১১-২০২০ ০১:৫২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে জনগুরুত্বপুর্ণ উত্তর ওয়াবদাবাধ বাইপাস সড়কটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ফলে তাড়াশ পৌর শহরের প্রবেশের সকল রাস্তার যানজট কমে এসেছে। জানা গেছে, তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ নামে পরিচিত প্রায় ২ কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন সংস্কার অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। এতে জনগণের দুর্বিসহ ভোগান্তি পোহাতে হতো।
তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তর চলতি অর্থ বছরে প্রায় ৪৩ লাখ টাকা ব্যায়ে সড়কটির মেরামত কাজের দরপত্র আহব্বান করে। এতে মেসার্স আজাদ কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। পরে কার্যাদেশ পাওয়ার পর ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির মেরামত কাজ শুরু করেন।
তাড়াশ পৌর এলাকার স্থানীয় বেল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন পরে সড়কটি সংস্কার হওয়ায় বাইপাস সড়ক দিয়ে বর্তমানে ভারী যানবাহন সহ সকল মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করতে পারছে। এতে পৌর শহরের তীব্র যানজট থেকে জনসাধারণের ভোগান্তি কমে এসেছে। আর সার্বক্ষনিক উপজেলা প্রকৌশল অফিসের লোকজন তদারকি করায় কাজের মানও অনেক ভাল হয়েছে। তাড়াশ উপজেলা প্রকৌশলী বাবলু মিঞা জানান, অগ্রাধিকার ভিত্তিতে সরকারী অর্থায়নে সুষ্ঠু ও সুন্দরভাবে ওই সড়কটির মেরামত কাজ শেষ হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com