উল্লাপাড়ায় জলাবদ্ধতায় ১৫শ বিঘা জমির সরিষার আবাদ বন্ধ, অর্ধশতাধিক বাড়ি পানিবন্ধি
১৫ অক্টোবর, ২০২৫ ০৫:২৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় জলাবদ্ধতায় ১৫শ বিঘা জমির সরিষার আবাদ বন্ধ, অর্ধশতাধিক বাড়ি পানিবন্ধি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-১১-২০২০ ০৪:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় জলাবদ্ধতায় ১৫শ বিঘা জমির সরিষার আবাদ বন্ধ, অর্ধশতাধিক বাড়ি পানিবন্ধি

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি উপজেলার সব মাঠ থেকে বের হয়ে গেলেও দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের মাঠ থেকে পানি বের না হওয়ায় জলাবদ্ধতার কারণে প্রায় সাড়ে ১৫শ বিঘা আবাদি জমিতে সরিষার আবাদ করতে পারেনি কৃষক। এ জলাবদ্ধতার কারণে গাড়লগাঁতী, আলমনগর, বাবলাপাড়া ও দূর্গানগর গ্রামের প্রায় ৫০টি বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। সরেজমিন গ্রামবাসী জানায়, গাড়লগাঁতী গ্রামের মাঠ থেকে হেমন্তবাড়ি নদী পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য একটি খাল ছিল। ওই খাল দিয়ে বন্যার পানি গাড়লগাঁতীর মাঠ থেকে দ্রুত বের হয়ে যেত।

পানি মাঠ থেকে নেমে গেলে কৃষক কার্তিক মাসে সরিষার আবাদ করত। কিন্তু খালের জমি পৈতৃক সম্পত্তি হওয়ায় তা বিক্রি করে দেন মালিকরা। ক্রেতারা সেটি ভরাট করে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করেছেন। এতে মাঠ থেকে পানি বের হতে না পারায় গত ৪ বছর ধরে সরিষার আবাদ হচ্ছে না। গত ২ বছর আগে উপজেলা প্রশাসন থেকে দূর্গানগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠ থেকে পানি বের করার জন্য পাইপ বসানো হয়েছিল। কিন্তু বছর না পার হতেই পাইপ চুরি হয়ে যায়। এতে আবারও পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতার কারণে ওই চারটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-১১-২০২০ ০৪:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 605 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com