শিরোনামঃ
![]() ১২-১১-২০২০ ০৫:১৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: শস্য ভান্ডারখ্যাত চলনবিল অধ্যাসিতু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। এ বছর রোপা আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি ধানের দামটাও বেশি তাই কৃষকের মুখেন সোনালী হাসি। সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। পর পর দুই বারের বন্যায় ক্ষতি হওয়ার পরও কৃষি বিভাগ মনে করছে, উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানিয়েছেন, চলতি মৌসুমে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ১৩,০০০ হেক্টর জমিতে। এর মধ্যে ১২হাজার ৬৯৭হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ব্রজেন্দ্রনাথ জানান, এ বছর ৩০ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেছি। বিঘা প্রতি ৮ থেকে ১০মণ ধান হচ্ছে। এ বছর বাম্পার ফলন হচ্ছে। আর প্রতিমণ ধান বিক্রী হচ্ছে ১হাজার টাকা থেকে ১১শত টাকা করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com