শিরোনামঃ
![]() ০৮-১১-২০২০ ০১:০৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন ও জলাবদ্ধতা প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।
রোববার ( ৮ নভেম্বর) সকালে উপজেলার তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলার কৃষক সমাজের ব্যানারে ও শহিদুল ইসলাম শহিদের আয়োজনে এ মানববনন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে যত্রতত্র পুকুর খনন করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে পানি নিস্কাশন না হওয়ায় আবাদী জমির ধান কাটছে পারছেন না। এয়াড়া ফসলী মাছের মধ্য কোমর পানি থাকায় সরিষা আবাদ ও বোরো আবাদে অনশ্চিয়তা দেখা দিয়েছে।এ জন্য প্রতিকার চেয়ে মানববন্ধন করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বোয়ালিয়া গ্রামের শহিদুল ইসলাম সহিদ গামছা শহিদ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মস্তোফা, রাজশাহী বিভাগের শ্রমিক নেতা আব্দুল হামিদ, সরাপপুর গ্রামের সারোয়ার হোসেন মহুরী ও বোয়ালিয়া গ্রামের যুবলীগ নেতা মীর বকুল আহমেদ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com