শিরোনামঃ
![]() ৩১-১০-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : বন্যা পরবর্তী সময়ে চাষকৃত রোপা-আমন ধানের ভালো ফলনের সম্ভাবনা করছেন সলঙ্গার চাষীরা। তবে আবহাওয়া অনুকুলে থাকলে কৃষকের বুক ভরা আশা পুরণ হবে বলে সবারই ধারনা। ইতিমধ্যেই কিছু কিছু এলাকার ধান থোড় হয়েছে,দু'এক এলাকায় পাকতে শুরু করেছে।
আবার কোন কোন এলাকায় কাচ থোড় হয়েছে। ইরি-বোরো আবাদের চেয়ে এ আবাদে খরচ অনেক কম,পোকা মাকড়ে তেমন ক্ষতি হয় না,সার কীটনাশক,পরিচর্যা কম করতে হয় বলে এ আবাদ কৃষকেরা বেশী করেন। তবে বন্যায় নিম্ন এলাকার ফসল গুলো ডুবে, পচে নষ্ট হওয়ায় ক্ষতির পরিমানও কম হয় নি। গতগত কয়েক দদিনের হালকা ঝড়ো হহাওয়া আর অবিরাম বৃষ্টিতে ধানগাছ শুয়ে পড়ায় কিছুটা ক্ষতিও হয়েছে। কৃষি কর্মকর্তারা বলেছেন, চাষীদের সারাক্ষণ তথ্য, পরামর্শ দিয়ে সহযোগীতা করেই চলেছি। সরকারি ভাবে কৃষি প্রণোদনা দিয়েছি এবং চলমান থাকবে। তাই,বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে রোপা - আমন চাষে ভালো ফলনের সম্ভাবনা করছেন কৃষকরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com