শিরোনামঃ
![]() ২৯-১০-২০২০ ০৯:১৫ পূর্বাহ্ন |
আবদুল জলিলঃ সিরাজগঞ্জের কাজিপুরে জলাবদ্ধতার কারণে প্রায় দুইশ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা যায়নি। অনাবাদী এসব জমি থেকে দুই সপ্তাহ পূর্বে পানি নামতে শুরু করেছে। কিন্তু পুরো জমিজুড়ে কচুরিপানা, কলমিলতা, ও দূর্বা জাতীয় এক প্রকার ঘাসে ঢেকে গেছে। এগুলো এতোটাই বেশি যে, এসব জমির মাটিই চোখে পড়ে না। ফলে চাষীরা আসন্ন বোরো মৌসুমের জন্য জমি চাষাবাদপোযোগী করতে বাড়তি খরচের মুখে পড়েছেন। তারা এসব জমি থেকে আগাছা ও ঘাস পরিস্কার করতে বিঘা প্রতি দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করছেন বলে জানা গেছে। একে তো রোপা আমনের ফসল পায়নি তদুপরি জমি তৈরিতে বাড়তি খরচের কারণে কৃষকদের কষ্ট বেড়েছে অনেকখানি।
কাজিপুর উপজেলা ভূমি অফিসসূত্রে জানা গেছে, উপজেলার উত্তরের মাইজবাড়ি ইউনিয়ন থেকে শুরু করে চালিতাডাঙ্গা, কাজিপুর পৌরসভা ও গান্ধাইল ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে বানিয়াজান খাল। খালটি সিরাজগঞ্জ সদরের রতনকান্দি হাটের নিকট দিয়ে নদীতে পড়েছে। কিন্ত রতনকান্দিতে ১৯৯৮ সালে যমুনা নদীর তীর ঘেঁষে ওয়াপদা বাধ নির্মিত হয়। তখন থেকে এই খালটির পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। আশপাশের ছোট কিছু খাল বা ডোবা নালায় কিছু পানি এই খাল দিয়ে যেতো। কিন্তু দীর্ঘ ২২ বছরে বানিয়াজান খাল তার অস্তিত্ব হারিয়েছে অনেকখানি। পানি প্রবাহ না থাকায় জমছে ঘাস, কলমিলতাগুল্ম। কোথাও কোথাও দখলদারগণ এই খালের জায়গা কেটে কেটে নিজেদের জমির সাথে নিয়েছে। এসব কারণে গত কয়েক বছর যাবৎ প্রায় দুইশ হেক্টর জমিতে মাত্র এক ফসল হচ্ছে। উপজেলার গান্ধাইল গ্রামের কৃষক শাহালী প্রামানিক জানান, “ এই জমিগুলোতে এক সময় তিন ফসলই ফলতো। কিন্তু এখন পানি জমে থাকার কারণে মাত্র বোরো চাষ ছাড়া আর কিছু হয়না। ফলে এসব জমি কেউ বন্ধক বা কিনতেও চায় না।”
বরইতলা গ্রামের বর্গাচাষি নুরুমিয়া জানান, “ বর্গা আর বন্ধক নিয়ে জমি চাখ করি। কিন্তু এবছর যে পরিমাণ আগাছা আর ঘাস জন্মেছে তা পরিস্কার করতে বিঘা প্রতি ৩ হাজার টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।”
পানি নিষ্কাশন বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ আমরা এরইমধ্যে কয়েকশ বিঘা জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধিরা উদ্যোগী হলে বাকিটাও করা যাবে।’
কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, “ পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এমনটি আর ঘটবে না। ঘাস পরিষ্কারের জন্যে ওষুধ প্রয়োগ করা যেতে পারে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com