রায়গঞ্জে দেশীয় কমলা চাষের সমাহার
১৬ অক্টোবর, ২০২৫ ০৯:৫৮ অপরাহ্ন

  

রায়গঞ্জে দেশীয় কমলা চাষের সমাহার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-১০-২০২০ ১১:০৪ পূর্বাহ্ন
রায়গঞ্জে দেশীয় কমলা চাষের সমাহার

সলঙ্গা প্রতিনিধি : রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এলাকার আঙিনা সহ বিল্ডিং এর ছাদে দেশীয় কমলা চাষ হচ্ছে। এতদিন কমলাকে বিদেশী ফল ভেবেই মানুষজন কিনে খেত। আধুনিক প্রযুক্তিতে দেশ যখন এগিয়ে তখন কৃষি বিষয়ক কর্মকর্তারা বিভিন্ন জাতের কমলা চাষ দেশেই শুরু করেন। এক পর্যায়ে দেশের গ্রামগঞ্জ পর্যন্ত এখন কমলা চাষ হচ্ছে। এরই ধারাবাহিকতায় রায়গঞ্জ কৃষি অফিসের সহযোগীতায় ৯ টি ইউনিয়নের কিছু কিছু গ্রামে দেশীয় কমলা চাষ শুরু করেছে।

সৌখিন চাষীরা তাদের বিল্ডিং এর ছাদেও এ ফলের চাষ করছে। উপজেলার গ্রামপাঙ্গাসী,পাঙ্গাসী,নিমগাছি,চান্দাইকোনা,ঘুড়কা,ভুইয়াগাতী, সলঙ্গা সহ বিভিন্ন গ্রাম এলাকায় এ ফল চাষ করছে। সলঙ্গা বাজারের আল আমিন মাস্টার তার ছাদ বাগানে কয়েকটি দেশীয় কমলা গাছের পরিচর্যা করছেন।গাছগুলো বড় হতে শুরু করেছে।কিছুদিন পর আশাতীত কমলা পাবে বলে তার ধারনা।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-১০-২০২০ ১১:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com