বেলকুচিতে নিখোঁজের মাস পেড়ুলেও মা-মেয়ের খোঁজ মেলেনি, থানায় জিডি
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৪-২০২০ ০৪:৫২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে নিখোঁজের মাস পেড়ুলেও মা-মেয়ের খোঁজ মেলেনি, থানায় জিডি
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামে নিখোঁজের এক মাস পেড়িয়েছে, এখনও খোঁজ মেলেনি মা-মেয়ের। এঘটনায় থানায় সাধারণ ডায়রী করেছে নিখোঁজের ছোট ভাই রাজিব আহম্মেদ।
গত ২০ মার্চ সকালে বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামের স্বামীর বাড়ী থেকে শিউলী খাতুন (৩৬) ও তার ৩ বছরের মেয়ে ফাতেমাকে বাহির হয়। কিন্তু এক মাস অতিবাহিত হলেও এখনও তাকে খুজে পাওয়া যায়নি। শিউলি খাতুন দেলুয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
শিউলির ছোট ভাই রাজিব আহাম্মেদ জানান, নিখোজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করে না পাওয়ায় থানায় জিডি করি। ৪ সন্তানের মা আমার বড় বোন সে তিন সন্তান রেখে ছোট ছোট মেয়েকে নিয়ে কোথায় যেনো চলে গেছে।
এদিকে নিখোঁজ শিউলির স্বামী নজরুল ইসলাম কাঁন্না জরিত কন্ঠে বলেন, আমি ইরান থেকে বাসায় আসার পর ভালোই চলছিল আমাদের সংসার। কিন্তু হঠাৎ করে আমার স্ত্রী ২০শে মার্চ আনুমানিক বেলা সারে ১০ টার দিকে বাসা থেকে আমার ছোট মেয়ে ফাতেমা কে নিয়ে কোথায় যেন চলে যায়। এত দিন হলো আমার স্ত্রী এখনও আসতেছে না, আমি ৩ সন্তান দিয়ে তার পথ চেয়ে আছি। কখন আসবে আমার শিউলি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৪-২০২০ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 744 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ