হারানো বিজ্ঞপ্তি
২২ অক্টোবর, ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ন

  

হারানো বিজ্ঞপ্তি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০১-২০২০ ০২:২৯ অপরাহ্ন
হারানো বিজ্ঞপ্তি

মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৫ বছর মেয়াদি বীমা পলিসির প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তারিখে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া শাখা অফিসে এই (মেঘনা লাইফ ইন্সুইরেন্স) কোম্পানির ৫ বছর মেয়াদি বীমা চুক্তিবদ্ধ হই। যাহার বীমা পলিসি নম্বর সিবি-১৭৯৬৯-৩ এবং এই পলিসি নম্বরে বাৎসরিক প্রিমিয়াম ৬৬৫৭ টাকা যথা নিয়মে পরিশোধ করা হয়েছে।

৫ বৎসর মেয়াদি এই বীমা পলিসি ২০১৮ সালের ২৮ ডিসেম্বরে মেয়াদ পূর্তী হয়েছে। নিয়মানুযায়ী ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তারিখে বীমার টাকা উত্তোলনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হওয়ার কারণে বীমা কোম্পানি কে কাগজপত্র জামা দিতে ব্যর্থ হই, এতে আমার জমাকৃত টাকা উত্তোলন করতে পারছি না। আমার চুরি হওয়া কাগজপত্র যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জানাবেন।

মোঃ ছাইফুল ইসলাম পিতা মৃত গোলবার প্রামানিক গ্রাম+পোস্ট উধুনিয়া, উল্লাপাড়া,সিরাজগঞ্জ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০১-২০২০ ০২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 646 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com