প্লিজ শেয়ার, বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ব্যক্তির লাশ, সন্ধান মিলছে না পরিবারের
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-১২-২০১৯ ০৪:০১ অপরাহ্ন
|
|
প্লিজ শেয়ার, বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ব্যক্তির লাশ, সন্ধান মিলছে না পরিবারের
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। সন্ধান মিলছেনা তার পরিবারের। এতে বিপাকে পড়ে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
সোমবার সকালে এই অজ্ঞাত ব্যাক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, শীতে কাহীল অবস্থায় সকার ১০ টার দিকে আমরা ঐ লোকটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে শুয়ে থাকতে দেখতে পাই। কিছুক্ষন পড়ে দেখি দাপাদাপি করছে। এভাবেই কিছুক্ষন অতিবাহিত হওয়ার পর সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান জানান, আমি ইমারজেন্সি রুমে ডিউটি পালন করছি। হঠাৎ জনসমাগমের আভাস পেয়ে বাহিরে এসে দেখি লোকটি মৃত অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন এই প্রতিবেদককে জানান, সকালেরধিকে অঞ্জাত ঐ লোকটি হাসপাতালের বাহিরে ছিলো। পরে জানতেপারি লোকটি মারা গিয়াছে। তার পরিবারের কাউকে খুজে পাচ্ছিনা।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-১২-২০১৯ ০৪:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27345 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ