কাজিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মত বিনিময় সভা ও ব্যানার বিতরণ
২৯ এপ্রিল, ২০২৪ ০১:১০ পূর্বাহ্ন

  

কাজিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মত বিনিময় সভা ও ব্যানার বিতরণ

আব্দুল জলিল
১২-০৩-২০২৪ ০৩:৫৭ অপরাহ্ন
কাজিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মত বিনিময় সভা ও ব্যানার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জন্ম মৃত্যু সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকল টিকা কেন্দ্রে তথ্য সম্বলিত ব্যানার প্রদান করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের একটি হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধনের সঠিক হিসাব রাখা। আমরা সিরাজগঞ্জের সবকটি উপজেলায় এই কাজটি সঠিক ভাবে করে যাচ্ছি। এই লক্ষ্যেই আজকে কাজিপুরে স্থানীয় সরকারের প্রতিনিধিদের এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান ও কর্মপন্থা সঠিক বাস্তবায়নে অনুপ্রাণিত করতে সকল টিকা কেন্দ্রের তথ্য ও ব্যানার প্রদান করা হল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি), সানজিদা মোস্তারী, কাজিপুর পৌরসভার মেয়র আবদুল হান্নান তালুকদার, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকতা চিত্রা রানী সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মোমেনা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য সেবা অফিসার মৌসুমি বসাক।#

 


আব্দুল জলিল ১২-০৩-২০২৪ ০৩:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com